মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ জুন: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক সালেহ উদ্দিন আবলুর বিরুদ্ধে সরকারী অর্থ আত্মসাৎ ও ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ শীর্ষক এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সোয়া ১০টার দিকে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সভা কক্ষে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কে এম আতাউল হাকিম লাল মিয়া। এ সময় অন্যান্যদের মধ্যে ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ারুল হক শাহী, আক্কাস আলী, সদস্য আরিফ হোসেন। সাংবাদিক সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধগণ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জানা্ন, মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার নিরীক্ষা কমিটির নিরীক্ষা প্রতিবেদনে সংস্থার সাবেক সাধারন সম্পাদক সালেহ উদ্দিন আহমেদ আবলুর বিরুদ্ধে তহবিলের নগদ ২ লাখ ২২ হাজার ৪০৫ টাকা এবং টিআর প্রকল্পের ২লাখ টাকা সহ মোট ৪ লাখ ২২ হাজার ৪০৫ টাকা আত্মসাতের বিষয়টি প্রকাশ পায়। তিনি আরো বলেন,এ ঘটনার পরে টাকা ফেরৎ চেয়ে তাকে বারবার নোটিশের মাধ্যমে আহবান করা হলেও বিষয়টি সুরাহা না করায় সংস্থার সভাপতি জেলা প্রশাসকের নির্দেশে একটি সার্টিফিকেট মামলা দায়ের করা হয়। যার মামলা নং-১২০/ডি,এস,এ(এম)/২০১৩-১৪। তারিখ-০৩/০৩/২০১৪ ইং। সদস্য সচিব কে এম আতাউল হাকিম লাল মিয়া আরো জানান, সরকারী ভাবে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত সাপেক্ষে সালেহ উদ্দিন আহমেদ দোষী প্রমানিত হলে তাকে জেলা ক্রীড়া সংস্থার আইনে ১২ বছরের কালো তালিকাভুক্ত করা হয়।
তিনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়টি দ্রুত সুরাহা করে ক্রীড়াঙ্গনের পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করার জন্য কতৃপক্ষের দৃষ্ট আকর্ষন করেন।