মেহেরপুর নিউজ:
চলমান লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক বিহীন বাইরে ঘোরাফেরা এবং চায়ের দোকানে অবস্হান করার অপরাধে ৪ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারের নির্দেশনা অমান্য করে মাস্ক ব্যবহার না করে চলাচল ও লকডাউনে চায়ের দোকানে অবস্হান করছেন সাধারণ মানুষ। এখন করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতিতে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ও মাস্ক ব্যবহারে মানুষকে সচেতন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আদালত মাস্ক ব্যবহার না করা ও লকডাউনে চায়ের দোকানে অবস্হান করার অপরাধে ৪ জনকে দোষী সাব্যস্ত করে ৮ শ টাকা জরিমানা করেন।
অভিযানকালে বাংলাদেশ সেনাবাহিনী যশোর ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন নাহিয়ান ইমতিয়াজ সহ সেনাবাহিনী সদস্য এবং পুলিশ সদস্যরা আদালতকে সহযোগিতা করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, লকডাউন কার্যকর করতে ও করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।