মেহেরপুর নিউজ,০৯ মে: গ্রামীণফোন ও প্রথম আলোর যোৗথ আয়োজনে “সবার জন্য ইন্টারনেট” উৎসবের অংশ হিসেবে মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে আই জেন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সকালে সরকারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আই জেন অনুষ্ঠান সহকারী শি¶ক মামুন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রথম আলো প্রতিনিধি তুহিন আরন্য। অনুষ্ঠানে ট্রেনিং পরিচালনা করেন মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক ইয়াদুল মোমিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক হোসেন খান রিপন, সদস্য মুজাহিদ মুন্না, নাহিদ, লিলি, নুরুন্নাহার, অমৃতা, মোহনা, সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের ৮ম, ৯ম ও দশম শ্রেণীর দু’শতাধীক ছাত্র অংশ গ্রগণ করেন। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা খানমের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।