মেহেরপুর নিউজ,১৯ মার্চ: সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স’র উদ্যোগে গাংনীর বাঁশবাড়িয়া গ্রামের মৃত নুরুল আমিনের মৃত্যুদাবি চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সন্ধানী লাইফের নিজস্ব কার্যালয়ে জেলা কর্মকর্তা সাদ আহমেদ নুরুল আমিনের পরিবারের হাতে মৃত্যুদাবির চেক তুলে দেন। এ সময় বিএম জোবইদা রেজা, আবু বকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।