মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের উপকন্ঠে সড়ক দুর্ঘটনায় রিপানা নামের এক নারী বাইকার আহত হয়েছেন। তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত রিপানা মেহেরপুর সদর উপজেলার বাড়াদীর নুর ইসলামের মেয়ে। জানা গেছে ঘটনার সময় রিপানা দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে মেহেরপুর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে মেহেরপুর অয়ন ফিলিং স্টেশনের সামনে একই দিকে যাওয়া কলা বোঝায় একটি পিকআপকে ওভারটেক করতে গিয়ে রিপানা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সাথে ধাক্কা মারেন। এ সময় রিপানা রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়।