মেহেরপুর নিউজ, ১৫ মে: মেহেরপুর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালি মন্দিরের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী সিদ্ধেশ্বরী মেলার আয়োজন করা হয়। সকাল থেকে মন্দিরে ভক্তরা ভীড় জমায়। এসময় পূজা আর্চনা, উলো ধ্বনী এবং ভক্তদের সাথে প্রসাদ বিতরণ করা হয়। এদিকে সিদ্ধেশ্বরী মেলা ও পূজা উপলক্ষ্যে দুপুরে পাঁঠাবলি দেওয়া হয়। জেলার বিভিন্ন এলাকার প্রায় ৫০টি ভক্তের দেওয়া পাঁঠাবলি দেওয়া হয়। সকাল থেকে সন্ধা অবদি মন্দির সংলগ্ন রাস্তার দু-পার্শ্বে মেলার আসর বসানো হয়। দুর-দুরান্ত থেকে ভক্তকুল মেলায় উপস্থিত হন। কালী মন্দিরের পূরোহিত তপন ব্যানার্জী জানান অন্যান্য বছরের তুলনায় এবার ভক্ত অনেক বেশি হয়েছে।