মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৯ মার্চ:
মেহেরপুরে শ্রী শ্রী বলরাম হাড়ির আশ্রমে ৩দিন ব্যাপী বলরাম হাড়ির বার্ষিক মহোৎসব শেষ হয়েছে।
শনিবার সন্ধ্যায় হলি খেলার মধ্যে দিয়ে ৩ দিন ব্যাপী মহোৎসব শেষ হয়। এদিন দুপুর থেকে বলরাম হাড়ির ভক্তরা একে অপরকে রং মাখিয়ে হোলি খেলায় মেতে ওঠে। দেশ বিদেশের বলরাম হাড়ির ভক্তরা অনুষ্ঠানে যোগদান করে। পরে ভক্তদের মাঝে লুচি ও দই বিতরন করা হয়।