মেহেরপুর নিউজ, ১৫ আগষ্ট:
শোক র্যালী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, রক্তদান কর্মসূচী ও আলোচনা সভার মধ্যে দিয়ে মেহেরপুরে বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ৪১ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সোমবার সকাল ৯টার সময় মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে একটি শোক র্যালী বের করা হয়। জেলা প্রশাসক পরিমল সিংহের নেতৃত্বে¡ র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে চত্বরে গিয়ে শেষ হয়। র্যালীতে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, জেলা আ.লীগের উপদেষ্টা আলহাজ আশকার আলী, সহ-সভাপতি আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, পিপি অ্যাড. পল্লব ভট্রাচার্য, আ.লীগ নেতা অ্যাড. ইয়ারুল ইসলামসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে কর্মকর্তা- কর্মচারীরা অংশ গ্রহন করেন। পরে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে বিশেষ মঞ্চে স্থাপতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য জেলো আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন, জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার আহমারুজ্জামান, জেলা ও দায়রা জজ মোঃ রবিউল হাসান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, সিভিল সার্জন ডা. আব্দুল হালিম, পাবলিক প্রসিকিউটার অ্যাড. পল্লব ভট্রচার্য স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেণ।
এরপর মেহেরপুর জেলা আওয়ামীলীগ, মেহেরপুর সরকারী কলেজ, মেহেরপুর সরকারী মহিলা কলেজ, পৌর ডিগ্রি কলেজ, উপজেলা আওয়ামীলীগ, জেলা যুবলীগ, জেলা মহিলা আওয়ামীলীগ, যুব মহিলা লীগ, জেলা ছাত্রলীগ, জাতীয় মহিলা সংস্থা, মেহেরপুর ছাত্র উন্নয়ন সংঘ (মেসডা), সরকারী বালক উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা বিদ্যালয়, জেলা শিল্পকলা একাডেমী, জেলা বিএমএ, গণপূর্ত বিভাগ, কৃষিবিদদ ইনষ্টিটিউট, জেলা বাস্তহারা লীগ, জেলা আইনজীবী সমিতি, জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ, এলজিইডি, মেহেরপুর থিয়েটার, মেহেরপুর জিনিয়ান ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, সড়ক ও জনপদ বিভাগ, জেলা পূজা উদযাপন পরিষদ, বিএডিসি, ডা. আবু তাহের, ডা. লীনা ম্যাটস, আঞ্চলিক পাসফোট অফিস, সরকারী শিশু পরিবার, ডিআর অফিস, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর স্ব স্ব প্রতিষ্ঠান ও সংগঠনের কর্মকর্তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন। এদিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়। সকাল ১০ টায় জেলা প্রশাসক অফিস চত্বরে বঙ্গবন্ধুর জীবনি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, সংসদ সদস্য পত্নী সৈয়দা মোনালিসা, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী তহমিনা খাতুন, সম্পাদিকা লাভলি ইয়াসমিন, জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামীম আরাহীরা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম, আব্দুস সামদ বাবলু বিশ্বাস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ গোলাম রসুল। বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আব্দুল হালিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহামেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা যুবলীগের আহবায়ক মাহাফুজুর রহমান রিটন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা। এর আগে সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারী, আধাসরকারী ও বেসকারীভবন সমূহে জাতীয় পতাকা অর্ধধনমিত রাখা হয়।
এদিকে জেলা প্রশাসনের আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুলকে বক্তব্য দিতে না দেওয়ায় মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী তহমিনা খাতুন, সম্পাদিকা লাভলি ইয়াসমিন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ গোলাম রসুল অনুষ্ঠন বয়কট করেন।
মেহেরপুর পৌর কলেজে শোক দিবস পালন
মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে শোক র্যালী বের করা হয়।
সোমবার সকালে পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল আযীমের নেতৃত্বে র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যলয়ের কাছে গিয়ে শেষ হয়।
র্যালীতে অন্যদের মধ্যে পৌর কলেজের উপাধ্যক্ষ মহাসীন আলী আঙ্গুর, সহযোগী অধ্যাপক মাসুদ রেজা, প্রভাষক আজাদ আলী, আজিম উদ্দিন, ওয়াজেদুল হক জেদু, গোলাম মোস্তফা, ফারজানা ববি উপস্থিত ছিলেন।
মেসডা’র উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
“আমরা সবাই এক হব আলোকিত সমাজ গড়ব” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেরপুর ছাত্র উন্নয়ন সংঘ মেসডা’র উদ্যোগে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে শোক র্যালী ও পুস্পমাল্য অর্পন করা হয়েছে।
সোমবার সকালে মেসডা’র সংগঠক সানোয়ার হোসেনের নেতৃত্বে একটি র্যালী বের করা হয়।
র্যালীটি শহীদ সামছুজোহা নগর উদ্যান থেকে শুরু করে মেহেরপুর জেলা প্রশাসনের কার্যলয়ের কাছে গিয়ে শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। এসময় মেসডা’র সংগঠক আলমগীর হোসেন, সানোয়ার হোসেন, অ্যাড. সাইফুল ইসলাম সাহেব, মানুষ ভাস্কর, মফিজুর রহমান, মাসুদ রানা, মিজানুর রহমান, সাজেদুর, জুলফিকার প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
মেহেরপুর সরকারী মহিলা কলেজে শোক দিবস পালন
আলোচনা সভা, রচনা প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে মেহেরপুর সরকারী মহিলা কলেজের পক্ষ থেকে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
সোমবার সকালে মহিলা কলেজ মিলনায়তনে অধ্যক্ষ প্রফেসর একেএম সোলাইমান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধাক্ষ আসাব উদ দৌল্লা, সহযোগী অধ্যাপক মিরাজ উদ্দিন, প্রভাষক শাবনুর আক্তার, ড. গাজী রহমান, আতিয়ার রহমান, মুন্সি এএইচ এম রাশেদুল হক, আব্দুর রাজ্জাক, সান্তনা শারমিন প্রমুখ।
এর আগে সেখানে রচনা প্রতিযোগীতা ও পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা পরিষদের শোক দিবস পালন
মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে আয়োজন করা হয়।
সোমবার সকালে জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলীর সভাপতিত্বে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী তহমিনা খাতুন, সম্পাদিকা লাভলি ইয়াসমিন, মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহামেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ গোলাম রসুল, আওয়ামীল নেতা আব্দুল মান্নান প্রমুখ।
পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়। গোভিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শোক দিবস পালন
আলোচনা সভা, রচনা প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে মেহেরপুর গোভিপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
সোমবার সকালে প্রধান শিক্ষক মোখলেছুর রহমানের সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সানজিদা ইসলাম, সহকারী শিক্ষক রহুল আমিন, সাজেদুল ইসলাম, জাহিদুল ইসলাম, সুমনা পারভিন, জাহাঙ্গীর আলম, আব্দুল মামুন প্রমুখ।
এর আগে সেখানে রচনা প্রতিযোগীতা ও পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর দারুল উলুম মাদ্রাসার শোক দিবস পালন
আলোচনা সভা, রচনা প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে মেহেরপুর দারুল উলুম ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব আনছার উদ্দিন বেলালীর সভাপতিত্বে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য আরিফুল এনাম বকুল, বক্তব্য রাখেন প্রভাষক খাইরুল আনাম, মো: সোলাইমান হোসেন, মিজানুর রহমান, আখতারুজ্জামান, হযরত আলী, আব্দুল মোমিন প্রমুখ।
এর আগে সেখানে রচনা প্রতিযোগীতা ও পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আলমপুর আওয়ামীলীগের শোক দিবস পালন
মেহেরপুর সদর উপজেলার আলমপুর আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে দলের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দেয়া মাহফিলের আয়োজন করা হয়।
আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ইসরাইল হোসেন জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচির সূচনা করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন গ্রাম আওয়ামীলীগের সাবেক সভাপতি জুলফিকার হোসেন, আওয়ামীলীগ নেতা আজীমদ্দিন, অব সেনা সদস্য শহিদুল ইসলাম, ২ নং ওয়ার্ড সম্পাদক আবুল হাসেম, সহ-সভাপতি আব্দুল বারি, আবুল কাশেম, জাহিদুল ইসলাম, আবু তৈয়ব, আবুল কালাম, নাহিদুজ্জামান, জাকির হোসেন প্রমুখ।
পরে সেখানে কাঙ্গালি ভোজ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শোক দিবস পালন
আলোচনা সভা, রচনা প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
সোমবার সকালে অধ্যক্ষ রিতা পারভিনের সভাপতিত্বে স্কুল মিলনায়তনে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ সামছুর রহমান টুটুল, আনিফুন্নাহার মেরিন, হাসিবা খাতুন, শামীমা নাসরিন, সেলিনা আক্তার, রোজিনা খাতুন, জেরিন আক্তার, নাসরিন সুলতানা, হাবিবুর রহমান, মনিরা পারভিন, আব্দুল মাবুদ, জাহিদ হাসান প্রমুখ।
এর আগে সেখানে রচনা প্রতিযোগীতা ও পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ইউআরসি’র শোক দিবস পালন আলোচনা সভা, রচনা প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে মেহেরপুর সদর উপজেলা ইউআরসি’র উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
সোমবার সকালে ইউআরসি’র প্রশিক্ষক মফিজুর রহমানের সভাপতিত্বে ইউআরসি মিলনায়তনে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবুল হাসেম, আজিজা খাতুন, মেবিনা খানম, ফেরদৌসি আরা, আসিয়া খাতুন, রোকেয়া খাতুন প্রমুখ।
এর আগে সেখানে দোয় অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক লীগের শোক দিবস পালন
মেহেরপুর জেলা কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহাফিল ও দোয়া অনুষ্ঠানে মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
সোমবার সকালে জেলা আওয়ামলিীগের কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় ও কালো পতকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। জেলা কৃষক রীগের সভাপতি মাহাবুব আলম শান্তি পতাকা উত্তোলন করেন।
এর আগে সেখানে পবিত্র কোরআন তেলওয়াত ও দোয় অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু সৈনিক লীগের লীগের শোক দিবস পালন
বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ৪১ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে পুস্পমাল্য অর্পণ করছে বঙ্গবন্ধু সৈনিক লীগ মেহেরপুর জেলা শাখা। সোমবার সকালে জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান চন্দনের নেতৃত্বে পুস্পমাল্য অর্পণ করা হয়।
এসময় জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহবায়ক আতিক স্বপন সেখানে উপস্থিত ছিলেন।