মেহেরপুর নিউজ, ১৫ আগষ্ট: জোষ্ঠ নেতাদের বাদ দিয়ে কনিষ্ঠ নেতাদের বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে বঙ্গবন্ধুর ৪১ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে অনুষ্ঠিত জেলা প্রশাসনের সকল অনুষ্ঠান বয়কট করলেন জেলা আ.লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি জয়নাল আবেদিনসহ তার পক্ষের নেতারা। সোমবার সকাল ৯ টার সময় মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর জীবনি নিয়ে আলোচনা সভায় সদর উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ গোলাম রসুল, জেলা মহিলা আ.লীগের সভানেত্রী তহমিনা খাতুন ও জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনকে বক্তব্য দেয়ার সুযোগ না দিয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানাকে বক্তব্য দেওয়ায় ক্ষুব্ধ হয়ে সাবেক এমপি জয়নাল আবেদীনের নেতৃত্বে আ.লীগের এক অংশ জেলা প্রশাসনের শোক দিবসের সকল অনুষ্ঠান বয়কট ঘোষনা করে অনুষ্ঠান স্থান ত্যাগ করেন। এসময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ.লীগের সহ-সভাপতি অ্যাড. মিয়াজান আলী, সদর উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ গোলাম রসুল, জেলা আ.লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, জেলা মহিলা আ.লীগের সভানেত্রী তহমিনা খাতুন, সম্পাদিকা লাভলি ইয়াসমিনসহ তাদের সমথর্থীত নেতাকর্মীরা অনুষ্ঠান বর্জন করেন। এ ব্যাপাওে জেলা আ.লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি জয়নাল আবেদীন বলেন, বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানকে সফল করতে জেলা আ.লীগের সকল ইউনিট, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বাস্তহারালীগ, শ্রমিক লীগসহ অঙ্গসংগঠনের নেতারা টাকা খরচ করে গ্রাম থেকে লোকজন নিয়ে আসে অথচ এ সকল ইউনিট প্রধানদের বক্তব্য না দিয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে বক্তব্য দিতে দেওয়া হয়। এর প্রতিবাদ করে আমরা অনুষ্ঠান ত্যাগ করে চলে আসি। এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন, এটা রাষ্ট্রিয় অনুষ্ঠান কোন দলীয় অনুষ্ঠান নয়। তার পরও আমরা যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে একজন করে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছি। জেলা ছাত্রলীগের সভাপতিকে বাদ দিয়ে সাধারণ সম্পাদকে বক্তব্য দেওয়ার যে অভিযোগ করা হচ্ছে সোটা ঠিক না। তিনি বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি পুস্পমাল্য অর্পণ করে চলে যাওয়ায় সাধারণ সম্পাদককে বক্তব্য দিতে দেওয়া হয়।