টপ নিউজ

মেহেরপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা

By মেহেরপুর নিউজ

November 17, 2022

মেহেরপুর নিউজ:

বয়ানের মধ্য দিয়ে মেহেরপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী তাবলিগ জামাতের আঞ্চলিক ইজতেমা। শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে। বৃহস্পতিবার সকাল থেকেই ইজতেমা মাঠে লোকজন আসতে থাকে। এলাকা ভিত্তিক আলাদা আলাদা জায়গা নির্ধারণ করা হয়েছে। যেখানে জড় হচ্ছে মেহেরপুরসহ দেশী- বিদেশী  বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লীরা। এখানে নেওয়া হয়েছে কঠর নিরাপত্তা ব্যবস্থা।

এবার ইজতেমায় মেহেরপুর সহ পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা ও যশোর থেকে মুসল্লিরা অংশ নিয়েছেন। জানা যায়,  ভারতের দিল্লীর মার্কাজ মসজিদ থেকে ওসামা লস্করের নেতৃত্বে ১০ জন ও মালেশিয়া থেকে মোহাম্মদ আনাস বিন হামিদুনের নেতৃত্বে ৭ জন মেহমান এ আঞ্চলিক ইজতেমায় যোগ দিয়েছেন। এছাড়াও ঢাকা মিরপুর এলাকা থেকে এসেছেন ৮ জন এ ইজতেমায় যোগ দিতে।

ইজতেমা প্রাঙ্গণে পানির পাম্প ও ট্যাংক স্থাপন করে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। পাশেই বানানো হয়েছে শৌচাগার, গোসলখানা। এছাড়া রাতে আলোর জন্য বিপুল পরিমাণ বৈদ্যুতিক বাতির ব্যবস্থা রয়েছে।