বিশেষ প্রতিবেদন

মেহেরপুরে শুভসংঘের ‘দেওয়ালিকা ভাষা’র উদ্বোধন

By মেহেরপুর নিউজ

February 19, 2016

মেহেরপুর নিউজ, ১৯ পেব্রুয়ারী: মেহেরপুরে কালেরকন্ঠ শুভ সংঘের উদ্যোগে একুশের বই মেলায় “ভাষা” নামক দেওয়ালিকার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকালে মেহেরপুরে শহীদ ড. সামসুজ্জোহা পার্কে দেওয়ালিকার উদ্বোধন করেন জেলা প্রশাসনের এনডিসি মোহাম্মদ নুর এ আলম।

এ সময় প্রবীন সংগঠক নাসির উদ্দিন মিরু, কালেরকন্ঠ প্রতিনিধি ইয়াদুল মোমিন, শুভসংঘের উপদেষ্টা মিজানুর রহমান, মিয়ারুল ইসলাম, শেখ মোমিন, সহসভাপতি আব্দুর রকিব, সাধারণ সম্পাদক মুজাহিদ মুন্না, যুগ্ম সম্পাদক মিনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সদস্য মান্নাফ, প্রিয়াংকা, জুলি, আফসানা বিশ্বাস তিথি, নুসরাত তিথি, সুখী ইসলাম, রফিকুল ইসলাম, আব্দুল ওয়ালি রাজা প্রমুখ। পরে শুভ সংগের সদস্যরা সেখানে এক আড্ডায় মিলিত হন।