ব্যবসা ও বানিজ্য

মেহেরপুরে শুক্রবার দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে

By মেহেরপুর নিউজ

March 13, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ মার্চ: দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এখন থেকে পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত  প্রতি শুক্রবার মেহেরপুর শহরের সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান থোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে মেহেরপুর যৌথ ব্যবসায়ী সমিতি। আজ বুধবার সন্ধ্যায় মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী সমিতি ও হোটেলবাজার ব্যবসায়ী সমিতি যৌথ  উদ্যোগে  মেহেরপুর শহরে মাইকিং করে এখন থেকে প্রতি শুক্রবার দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার আহবান জানান। জানা যায়,মেহেরপুর বড়বাজার,হোটেলবাজার ও তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারন সম্পাদকদের যৌথ সভায় আগামী পরশু শুক্রবার থেকে  প্রতি শুক্রবার মেহেরপুর শহরের সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান থোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর যৌথ ব্যবসায়ী সমিতির আহবায়ক নুর হোসেন আঙ্গুর । এ সময় আরো উপস্থিত ছিলেন বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মনিরুজ্জামান দিপু,হোটেলবাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আরিফ এনাম বকুল,তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ প্রমুখ। মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও যৌথ ব্যবসায়ী সমিতির আহবায়ক নুর হোসেন আঙ্গুর মেহেরপুর নিউজকে জানান,চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সপ্তাহে ২/৩ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হচ্ছে। যে কারনে ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই এ ক্ষতি পুষিয়ে উঠতে এবং সাধারন মানুষের চাহিদা পূরনের লক্ষ্যে আমরা এখন থেকে পরবর্তি সিধান্ত না নেয়া পর্যন্ত প্রতি শুক্রবার মেহেরপুর শহরের সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানান।