মেহেরপুর নিউজ,০৪ এপ্রিল: শনিবার সন্ধায় মেহেরপুর জেলায় শীলা বৃষ্টি ও ঝড় হয়েছে। দুপুরের পর থেকে কালো মেঘের আনাগোনা শুরু হওয়ার পর সন্ধার দিকে প্রথমে ঝড় এবং পরে শীলা বৃষ্টি শুরু হয়। হটাৎ করে শীলা বৃষ্টি ও ঝড় শুরু হওয়ায় মানুষ জন বিভিন্ন স্থানে আটকা পড়ে। ঝড় শুরু হওয়ার পরপরই মেহেরপুরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সকাল থেকেই প্রচন্ড গরম পড়ার পর সন্ধার শীলা বৃষ্টিতে মানুষ জনের মধ্যে স্বস্তি ফিরে আসলেও শীলে আমের ক্ষতি হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। অপরদিকে ধানচাষীদের উপকার হয়েছে বলে চাষীরা জানান।