মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জানুয়ারি: শীত পোশাকের অভাবে শীতে বাদাম বিক্রি বন্ধ ছিল। ভালই হলো। এখন গায়ে এই কম্বল জড়িয়ে আবার বাদাম বিক্রি শুরু করবো।
রোববার সকালে দৈনিক প্রথম আলো উদ্দোগে স্থানীয় বন্ধুসভার সদস্যরা শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করতে গিয়ে শিশু রাহান শেখ (১১) এই উক্তি করেন। এ সময় কম্বল পেয়ে বাক প্রতিবন্ধি রেজাউল হকের (৩৫) গাল ভরা হাসি সকলের দৃষ্টি কাড়ে।এভাবে ২০০ শীতার্ত নারী পুরুষ শিশু প্রতিবন্ধিদের মাঝে প্রথম আলো শীতবস্ত্র কম্বল বিতরণ করে।
এই সময় প্রথম আলো প্রতিনিধি তুহিন আরন্য, বন্ধুসভার সভাপতি ডা. আবুল বাশার, সাধারণ সম্পাদক হোসেন খাঁন, উপদেষ্টা প্রভাষক নুরুল আহমেদ, শিক্ষক জানে আলম, নিলুফার বাশার, বন্ধুসভার বন্ধু তাশফিক, কামরুল, মিয়ারুল, মুজাহিদ, আবির, নাসিম, নাহিদ, ঝুমুর, লিয়া, অন্যনা, সেতু, স্বর্ণালী, লিলি সহ বন্ধুরা উপস্থিত ছিলো। প্রথম আলো প্রতিনিধি তুহিন আরন্য বলেন, প্রতিবছরই মেহেরপুর প্রথম আলো বন্ধুসভা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ সহ সারাবছর জুড়ে নানা সামাজিক কল্যানমূলক কাজ করে থাকে।