মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে মেহেরপুর জেলা পর্যায়ে ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জেলা পর্যায়ে ২ দিন ব্যাপি অনুষ্ঠিত শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২দিন ব্যাপী ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন। জেলা শিক্ষা অফিসার হযরত আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিন খান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম।
একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুর রাহিম, জেলা গবেষণা কর্মকর্তা আখতারুজ্জামান,প্রধান শিক্ষক হাসান আল নূরানী , শরীরচর্চা শিক্ষক ফারহা হোসেন লিটন, আব্দুল কুদ্দুস, জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।