ক্রিকেট

মেহেরপুরে শীতকালীন ক্রিকেটে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

January 11, 2023

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেটে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় দল সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।

বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সদর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়কে ৪ উইকেটে পরাজিত করে উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রথমে ব্যাট করতে নেমে আমঝুপি ৬৯ রান করে। জবাবে খেলতে নেমে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দল ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়। বিজয় দলের সিয়াম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।