মেহেরপুর নিউজ, ১০ জানুয়ারি: মেহেরপুরে সরকারি শিশু পরিবারের শতাধিক শিশুদের সাথে সময় কাটিয়ে, ভবিষ্যতের গল্প শুনিয়ে, তাদের সাথে সকালের খাবার খেয়ে কালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কালের কণ্ঠ-শুভ সংঘ মেহেরপুর শাখা প্রতিষ্ঠাবার্ষিকীর এ ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করা হয়। শভ সংঘ মেহেরপুর শাখার সভাপতি ও মেহেরপুর পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীমের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর শিশু সদনের উপ তত্ত¡াবধায়ক সোহেল মাহমুদ, জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রকিব, বাসসের প্রতিনিধি দিলরুবা খাতুন, মেহেরপুর প্রতিদিনের নির্বাহী সম্পাদক আতিক ¯^পন, শুভ সংঘের সাধারণ সম্পাদক মান্নাফ মান্না প্রমুখ। সাংবাদিক মাহাবুব চান্দুর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন কালের কণ্ঠর জেলা প্রতিনিধি ইয়াদুল মোমিন।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথিরা শিশু সদনের শিশু উজ্জল ভবিষ্যতের জন্য করণীয় নানা বিষয়ে আলোকপাত করেন। জ্ঞান অণ্বেষনে পাঠাবইয়ের বাইরে পত্র পত্রিকার ভুমিকা নিয়ে আলোচনা করেন।
কালের কণ্ঠ পত্রিকা নিয়ে অতিথিরা বলেন, কালের কণ্ঠ প্রতিষ্ঠার সময় থেকে তাদের স্লোগান ”আংশিক নয় পুরো সত্যকে” ধারণ করে অবিরত ভাবে সমাজের অসঙ্গতি তুলে ধরছে। কালের কণ্ঠর আগামির দিনগুলোতেও যাতে পাঠকে আস্থা ধরে রাখতে সেই শুভ কামনা করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শিশু পরিবারে শতাধীক নিবাসী শিশু, শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারী, শুভ সংঘের সদস্য ও স্খানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।