অন্যান্য

মেহেরপুরে শিশু পরিবারের সদস্য সৌজণ্যে ইফতার

By মেহেরপুর নিউজ

July 15, 2015

মেহেরপুর নিউজ,১৫ জুলাই: মেহেরপুরওজিপাডিকো বিদ্যুৎ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হামিদ ইকবাল কবিরের উদ্যোগে বুধবার সরকারী শিশু পরিবারের শিশুদের জন্য ইফতার পার্টির আয়োজন করা হয়। সরকারী শিশু পরিবার চত্বরে অনুষ্ঠিত ইফতার মাহফিলে হামিদ ইকবাল কবিরের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠিকাদার রেজাউল করিম। ইফতার মাহফিলে ১’শ শিশু অংশগ্রহণ করেন।