আইন-আদালত

মেহেরপুরে শিশু ধর্ষন মামলায় এক কিশোরের ১০ বছর জেল

By মেহেরপুর নিউজ

November 30, 2015

মেহেরপুর নিউজ,৩০ নভেম্বর: মেহেরপুরে শিশু ধর্ষন মামলায় বিপ্লব হোসেন (১৬) নামের এক কিশোরের ১০ বছর জেল দিয়েছেন আদালত। একই সাথে দন্ডিত কিশোরের বয়স ১৮ বছর পূর্ন না হওয়া পর্যন্ত তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে রাখার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার দুপুরে মেহেরপুর শিশু আদালত ও অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক টি এম মুসা এ আদেশ দেন। দন্ডিত কিশোর বিল্লাল হোসেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের ফিরাতুল ইসলামের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালে ২৫ আগষ্ট বিকালের দিকে মেহেরপুরে মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে রুমা খাতুন (৮) একই গ্রামে নানীা বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলো। পথিমধ্যে কিশোর বিপ্লব হোসেন তাকে মুখ চেপে ধরে পাশের একটি ব্রাক স্কুলে নিয়ে গিয়ে ধর্ষন করে। ওই দিনই ওই শিশুর বাবা রবিউল ইসলাম মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত সম্পন্ন করে আদালতে অভিযোগ পত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় ১৯ জন সাক্ষ্যী আদালতে সাক্ষ্য দেন।মামলায় সরকার পক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক এবং আসামী পক্ষে খন্দকার একরামুল হক হীরা আইনজীবীর দায়িত্ব পালন করেন।