মেহেরপুর নিউজ:
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (সপ্তম পর্যায়) প্রকল্পের জনবল রাজস্ব করণ ও আউটসোর্সিং বাতিলের দাবি সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে শিশু গণ শিক্ষা কার্যক্রমের শিক্ষকদের উদ্যোগে এ মানববন্ধন করা হয়। জেলা প্রশাসকে কার্যালয় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনত স্মারকলিপি গ্রহণ করেন।