মেহেরপুর নিউজ:
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মেহেরপুর জেলার শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি আল-আমিন ইসলাম বকুলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মেহেরপুর জেলা শাখার সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করিম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক রবিউল ইসলাম,যশোর কুষ্টিয়া অঞ্চলের সভাপতি ড.আলমগীর বিশ্বাস,মেহেরপুর জেলা শাখার উপদেষ্টা তাজউদ্দিন খান।
ড.আলীবুজ্জানের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমঝুপি দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাহাবুব-উল আলম,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি মিজানুর রহমান,বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আয়োব আলী, হারুন অর রশীদ, মোহাম্মদ আলী লাল্টু, মোমিনুজ্জামান,ইসাহাক আলী, সোলায়মান হোসেন,মোসারফ হোসেন,আবুল হাসেম।