মেহেরপুর নিউজ, ০৭ অক্টোবর:
ব্যাপক উৎসাহ, উদ্দিপনার মধ্যে দিয়ে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গোৎসব শুরু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ডাকে বাড়ি দিয়ে মেহেরপুর জেলায় ৩৫টি পূর্জা মন্ডপে মহাষষ্টীর মধ্যে দিয়ে এ উৎসবের সূচনা করা হয়।
আগামী মঙ্গলবার ৫দিন ব্যাপী উৎসব শেষে প্রতিমা বির্ষজন দেওয়া হবে। মহাষষ্টীর শুরুতেই মেহেরপুরের মন্ডপ গুলোতে ভক্তদের ভিড় লক্ষ করা গেছে। সার্বজনিন এই উৎসবকে শান্তিপূর্ন ভাবে শেষ করার লক্ষে মেহেরপুর জেলায় এবার ৩৫ টি পূজা মন্ডপে কঠোর নিরাপত্তা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলায় এবার ৩৫টি মন্দিরে মন্ডট তৈরি হয়েছে সেগুলো হলো শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, হরিপ্রদায়িনী হরিসভা মন্দির, নায়েব বাড়ী দূর্গা মন্দির, হালদার পাড়া দূর্গা মন্দির ও হরিজন দূর্গা মন্দির, সদর উপজেলার চাঁদবিল দূর্গা মন্দির, শ্রী রাধামাধব মন্দির, বাড়াদি বাজার দূর্গা মন্দির, পিরোজপুর ঘোষপাড়া দূর্গা মন্দির, পিরোজপুর দাসপাড়া দূর্গা মন্দির, গহরপুর দূর্গা মন্দির ও গোভীপুর দূর্গা মন্দির।
গাংনী পৌর দূর্গা মন্দির, চৌগাছা দাসপাড়া কালী মন্দির, শাহারবাটি দাসপাড়া কলী মন্দির, মটমুড়া হালদার পাড়া কালী মন্দির, কসবা দাসপাড়া কালী মন্দির, মোহাম্মদপুর দাসপাড়া কালী মন্দির, কচুখালী জুগিন্দা দূর্গা মন্দির, আমতৈলী দাসপাড়া কালী মন্দির, বেতবাড়িয়া দাসপাড়া কালী মন্দির, হিজুলবাড়িয়া দাসপাড়া কালী মন্দির, আমতৈলী দাসপাড়া কালী মন্দির, ভৌমরদাহ দাসপাড়া কালী মন্দির, চাঁদপুর দাসপাড়া কালী মন্দির, নিত্যানপুর দূর্গা মন্দির, ষোলটাকা দাসপাড়া কালী মন্দির ও হাড়িয়াদাহ দাসপাড়া কালী মন্দির। মোনাখালি কালী মন্দির, মোনাখালি দাসপাড়া কালী মন্দির, দারিয়াপুর খানপাড়া দূর্গা মন্দির, বল্লভপুর দূর্গা মন্দির, মহাজনপুর দূর্গা মন্দির ও কোমরপুর দূর্গা মন্দির।