মেহেরপুর নিউজ:
মেহেরপুরে বিভিন্ন মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গোৎসবের মহাসপ্তমী পালিত হচ্ছে। মঙ্গলবার মহাসপ্তমী উপলক্ষে ধূপ, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি আর ঢাকের বাদ্যের সঙ্গে বাজছে শঙ্খনাদ। মণ্ডপে মণ্ডপে উচ্চারিত হচ্ছে পুরোহিতের মন্ত্র। সব বয়সী বাঙালি হিন্দু ধর্মাবলম্বী মানুষের হৃদয়ে বাঁধভাঙা আনন্দের জোয়ার।
মহাষষ্ঠীর মধ্য দিয়ে পাঁচদিনের সার্বজনীন শারদীয় দুর্গোৎসব শুরু হয় গতকাল। আজ মঙ্গলবার শুরু হচ্ছমহাসপ্তমী। মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে অর্থাৎ ষোলটি উপাদানে পূজা হবে দেবীর। সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হবে। এরপর দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করবেন ভক্তরা।
সপ্তমী পূজা উপলক্ষ্যে মেহেরপুরে বিভিন্ন পূজা মন্দিরে নানা রঙের পোশাক পরে বিভিন্ন বয়সী মানুষ ভিড় জমান পূজামণ্ডপে। মেহেরপুর শহরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, মেহেরপুর শ্রী শ্রী হরি ভক্তি প্রদায়িনী পূজা মন্ডপ, নায়েব বাড়ি মন্দির, মালোপাড়া বকুলতলা মন্দির, হালদারপাড়া হরিজন মন্দির গুলোতে সন্ধ্যার পর দর্শনার্থীদের ভীড় জমতে থাকে।