বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শহীদ ৫ রোভারের ২১ তম মৃত্যুবার্ষিকী পালন

By মেহেরপুর নিউজ

October 23, 2018

মেহেরপুর নিউজ, ২৩ অক্টোবর: মেহেরপুরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে শহীদ ৫ রোভারের তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর কলেজ মোড়ের পৌর কবরস্থানে শহীদ ৫ রোভারের কবর জিয়ারত করা হয়। কবর জিয়ারত শেষে তাদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। পরে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল প্রাঙ্গনে শহীদ ৫ রোভারের স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পন করা হয় এবং সেখানে এক মিনিট নিরবতা পালন করা হয়। বাংলাদেশ রোভার স্কাউটসের আঞ্চলিক সম্পাদক কেএমএম সোহেল, বাংলাদেশ স্কাউট রোভারে আঞ্চলিক সম্পাদক একেএম সেলিম চৌধুরী, সহসভাপতি প্রফেসর মান্তাস কুমার চৌধুরী, সিলেট অঞ্চলের যুগ্ম সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন, গাজিপুরের সহকমিশনার আওলাদ মারুফ, মুন্সিগঞ্জ প্রতিনিধি জুনায়েদ, নওগা জেলার সহসভাপতি প্রফেসর এইচ এম ছালেক, মেহেরপুর জেলা কমিশনার ফজলুল হক, সহসভাপতি নুরুল আহমেদ, আনোয়ার হোসেন, সম্পাদক ফররুখ আহমেদ, কোষাধাক্ষ রমজান আলী, নিহত রোভারদের পিতা সফি উদ্দিন, গিয়াস উদ্দিন, শহিদুল ইসলামসহ রোভার স্কাউটের সদস্যরা কর্মসূচীতে অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, ১৯৯৭ সালের এই দিনে মেহেরপুর থেকে চল্লিশ জনের রোভার স্কাউটস সদস্য সিলেটের লাক্কাতুরা চা বাগানে নবম এশিয়া প্যাসিফিক ও সপ্তম রোভার মুটে অংশ নিতে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে মানিকগঞ্জের ধামরাইয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ রোভার সদস্য নিহত হয়। তারা হলেন- জাভেদ ওসমান, মাসুম হোসেন, মনিরুল ইসলাম, আমিনুল ইসলাম ও মাহফুজ হোসেন।