মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ এপ্রিল: মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে একই জমিতে উচ্চ মূল্যের ফসলের উৎপাদনে আরও বেশি লাভের লক্ষে ২য় শষ্য বহুমূখীকরণ প্রকল্পের ২০১২-১৩ এর আওতায় কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধন করেন মেহেরপুর কৃষি স¤প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ ইফতেখার হোসেন। কৃষকদের প্রশিক্ষণ দেন শস্য উৎপাদন বিশেষজ্ঞ শেখ আমিনুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেরপুর সদর জুবাইদুর রহমান, বারাদি হর্টিকালচার ট্রেনিং কর্মকর্তা আব্দুস সামাদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা এন.এ হালিম। প্রশিক্ষনে এলাকার কৃষক-কৃষানীরা অংশ নেয়।