মেহেরপুর নিউজ,০৮ মে: শশুরবাড়িতে মোটরসাইকলে চালানো শিখতে যেয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালো জামাতা তাজ্জব আলী(৩০)। নিহত তাজ্জব আলী সদর উপজেলার আশরাফপুর গ্রামের জোয়াদ আলীর ছেলে। এলাকাবাসী জানায়, শুক্রবার বিকাল ৪টার দিকে তাজ্জব আলী তার শশুরবাড়ি গাংনী উপজেলার যুগিন্দা গ্রাম থেকে চাচা শশুরের মোটরসাইকেল নিয়ে রাস্তায় চালানো শিখতে বের হয়। পথিমধ্যে যগিন্দা-রাজনগর সড়কের মাঝামাঝি আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকটরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তাজ্জব আলী গুরতর আহত হয়। স্থানীয়রা মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে তারা তাজ্জবকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়।