মো: মিজানুর রহমান:
লকডাউন শিথিলের প্রথম দিনেই জেলার বাগানে বাগানে শুরু হয়েছে আম পাড়ার উৎসব। সরকার ঘোষিত সময় অনুযায়ী আজ ৩১ মে সকাল থেকে মেহেরপুর জেলায় শুরু হয়েছে ল্যাংড়া জাতের আমপাড়া ও বাজারজাতকরণ। এই মুহূর্তে ল্যাংড়া জাতের আম কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা দরে পাইকারি বিক্রি হচ্ছে বলে বাগান মালিকরা জানিয়েছেন।
আম ব্যবসায়ীরা বলেন,মহাদুর্যোগ করোনাভাইরাস ও ঘূর্ণিঝড় আম্পানের কারণে এবছর আমরা যে ক্ষতির সস্মুখীন হয়েছি লকডাউন উঠিয়ে নেওয়ায় তা কিছুটা পুষিয়ে নেওয়া যাবে। পাশাপাশি, গণপরিবহন চলাচল শুরু করায় জেলার বাহিরের ফড়িয়ারা আম কিনতে সহজেই মেহেরপুরে আসতে পারবে। যার ফলে আমের বেচাকেনা বাড়বে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবছর মেহেরপুর জেলায় ২৩৫০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। হেক্টর প্রতি প্রতি যার উৎপাদন হয়েছে ১৩ মেট্রিক টন ।
এদিকে, ঘূর্ণিঝড় আম্পনের কারণে এবছর আমের মোট উৎপাদনের ১০ শতাংশ ক্ষতি হয়েছে বলে বাগান মালিকরা জানিয়েছেন ।