অন্যান্য

মেহেরপুরে লিচু চোরকে পুলিশে সোপর্দ

By মেহেরপুর নিউজ

May 10, 2015

মেহেরপুর নিউজ,১০ মে: মেহেরপুর শহরের গোরস্থান পাড়ার হাবিবুর রহমানের বাগানে লিচু চুরি করার অপরাধে আব্দুস সাত্তার নামের এক ব্যাক্তিকে পুলিশে সোপর্দ করেছে বাগান মালিক। শনিবার দিবাগত রাতে শহরের গোরস্থান পাড়ায় লিচু করার সময় হাতেনাতে সাত্তারকে ধরে ফেলে বাগান মালিক। পরে সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে আসে।