মেহেরপুর নিউজ,০৭ আগষ্ট:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয়ের উদ্যোগে লার্নিং এন্ড আর্নি ডেভোলপমেন্ট প্রকল্পের আওতায় অনুষ্ঠিত ১৫ দিন ব্যাপী ইউনিয়ন পর্যায়ে মেয়েদের বেসিক আইটি / আইটিসি লিটারেসি বিষয়ক প্রশিক্ষন শেষে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
শুক্রবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়কতনে প্রকল্পের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক ইমরুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মঈনুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন। বক্তব্য রাখেন প্রকল্পের পরিচালক শরিফুল ইসলাম। সদর উপজেলার বুড়িপোতা ও আমদহ ইউনিয়নের ৪০ জন মেয়ে প্রশিক্ষনেঅংশ নেয়।