মেহেরপুর নিউজ:
চলতি বোরো মৌসুমে মেহেরপুর জেলায় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১৫০ হেক্টর বেশি জমিতে ধান চাষ হয়েছে। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চলতি বোরো মৌসুমে মেহেরপুর জেলার ২টি পৌর এলাকাসহ ৩টি উপজেলায় ধান চাষের লক্ষ্যমাত্রা ধার্য করে ১৮ হাজার ৯শ ৫০ হেক্টর জমিতে।চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১শ ৫০ হেক্টর বেশি জমিতে ধান চাষ হয়েছে। অর্থাৎ মেহেরপুর জেলায় মোট ধান চাষ হয়েছে হাজার ১৯ হাজার ১শ হেক্টর জমিতে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, আবাদকৃত ধানের মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৮ হাজার ৬শ ২০ হেক্টর, গাংনী উপজেলায় ৭ হাজার ১শ ৫০ হেক্টর এবং মুজিবনগর উপজেলার ৩ হাজার ৩শ ৩০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। মেহেরপুর জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে চাষীরা তাদের বপন কৃত ধানে যত্ন নিতে। চাষিরা জানান, ধান ওঠা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে ধানের বাম্পার ফলন হবে।