কৃষি সমাচার

মেহেরপুরে রোপা আমন চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে

By মেহেরপুর নিউজ

October 18, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ অক্টোবর:

চলতি রোপা আমন মৌসুমে মেহেরপুর জেলায় ধান চাষের লক্ষ্যমাত্রা এবছর ছাড়িয়ে গেছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দেড় হাজার হেক্টর বেশী জমিতে ধান চাষ হয়েছে।

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে মেহেরপুর জেলার ৩ টি উপজেলার ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২৩ হাজার ৮০২ হেক্টর জমিতে। নির্ধারিত ওই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে জেলায় ধান চাষ হয়েছেন ২৫ হাজার ১৩০ হেক্টর জমিতে। যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে এক হাজার ৩২৮ হেক্টর বেশি জমি। এদিকে চলতি মৌসুমে এখন পর্যন্ত আবহাওয়া অনুকুলে থাকায় ধানের বাম্পার ফলন হবে বলে কৃষি বিভাগ আশা প্রকাশ করেছেন।