বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে রোজা শুরুতেই কিছুটা বেড়েছে বেগুন, শসা, খিরা, আলু, ঝাল , পেঁপের দাম

By মেহেরপুর নিউজ

March 02, 2025

 মেহেরপুর নিউজ:

মেহেরপুরের পবিত্র রমজান শুরু হতেই বেড়েছে বেগুন, শসা, খিরা, আলু, ঝাল , পেঁপের দাম। রবিবার মেহেরপুর শহরের বড়বাজার এবং হোটেল বাজার নিউমার্কেটে এ সকল পণ্যের দাম বাড়তি দেখা গেছে।

রোজার একদিন পূর্বেও বেগুন, শসা, আলুর দাম কম থাকলেও রোজার প্রথম দিনেই আলুর দাম বেড়ে খুচরা ২৫ টাকা, বেগুন ৫০ টাকা, দেশি শসা ৮০ থেকে ১০০ টাকা, কাঁচা ঝাল ৫০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

রোজায় এ সকল পণ্য স্বাভাবিকভাবেই চাহিদা বাড়ার কারণে ব্যবসায়ীরা সুযোগ বুঝে দাম বাড়িয়ে দিয়েছে। আগের দিন বেগুন ৩০-৩৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

এদিকে বাজারগুলোতে লেবুর দাম অস্বাভাবিক দেখা গেছে। লেবু এখনো পরিপক্ক না হলেও রোজায় শরবতের সঙ্গে আলাদা স্বাদ পরিলক্ষিত হয়। অপরিপক্ক লেবু প্রতি পিস ১২ থেকে ১৫ টাকায় পিচ বিক্রি হতে দেখা গেছে। বর্তমানে নতুন রসুন ওটা শুরু হলেও খুচরা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁপে পাইকারি এবং খুচরা মধ্যে দামের অনেক ফারাক লক্ষ্য করা গেছে।

সকালের দিকে আড়ত গুলোকে ২০ থেকে ২২ টাকা কেজি ধরে পেঁপে বিক্রি হতে দেখা গেলেও খুচরা বাজারে সেই পেটে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।