মেহেরপুর নিউজ,১৬ সেপ্টেম্বর:
মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিস ও এর অধিনস্ত ইউনিয়ন ভূমি অফিসের রেকর্ড সমূহ বাধাই ও সংরক্ষনের ব্যাক্তিগত উদ্যোগ নিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) শাহীনুজ্জামান। ইতি মধ্যে সদর উপজেলা ভূমি অফিসের সকল রেজিষ্টার বা আরওআর বই (এস এ খতিায়ান ১০০টি এবং আর এস খতিয়ান ভুক্ত ৭০০টি) এবং ইউনিয়ন ভূমি অফিসের রেজিষ্টার গুলো সংরক্ষনের লাল সালু ও মোটা কভার দিয়ে বাধাই শেষ হয়েছে।
এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি শাহীনুজ্জামান বলেন, ইতিমধ্যে সদর উপজেলার প্রায় ৮০০টি রেজিষ্টার বা আরওআর বই বাধাই করে সংরক্ষন করা হয়েছে। তিনি বলেন, আরো ৪০০টি বই সংরক্ষনের কাজ অব্যাহত রয়েছে। এই বইগুলো বাধাই সম্পূর্ণ হলে উপজেলার সকল ভূমি মালিকগণ যুগ যুগ ধরে উপকার ভোগ করবেন।