তথ্য প্রযুক্তি

মেহেরপুরে রিচার্জ কমিশন ন্যুনতম শতকরা ১০ ভাগ করার দাবিতে মানববন্দ্ধন করেছে মোবাইল ফোন ব্যবসায়ী সমিতি

By মেহেরপুর নিউজ

October 08, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ অক্টোবর: দেশের সকল মোবাইল অপারেটরের রিচার্জ কমিশন ন্যুনতম শতকরা ১০ ভাগ করার দাবিতে শহরে মানববন্ধন ও জেলা শহরে র‌্যালী করেছে। মেহেরপুর মোবাইল ফোন ব্যবসায়ী সমিতি। পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী আজ সোমবার সকাল ১১টার দিকে মেহেরপুর মোবাইল ফোন ব্যবসায়ি সমিতি’র উদ্যোগে মেহেরপুর প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্দ্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্দ্ধন শেষে মৌন মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের হাতে দাবী সম্বলিত স্মারকলিপি তুলে দেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। উল্লেখ্য,রোববার মেহেরপুর মোবাইল ফোন ব্যবসায়ি সমিতি রিচার্জ চার্জ বাড়াবার দাবিতে  ৮ অক্টোবর রাত ১২ টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টা সব কোম্পানির রিচার্জ ও রিচার্জ কার্ড বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করে। এছাড়া দাবি আদায়ের লক্ষে সোমবার সকাল ১১টায় মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও  সমাবেশ এবং বেলা পৌনে ১২ টায় জেলা প্রশাসককে স্মারক লিপি প্রদান করাও সিদ্ধান্ত নেয়।