মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ মার্চ:
স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর , স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের উদ্যোগে সমাজ উন্নয়ন কেন্দ্র সুক’র সহযোগীতায় রক্ত স্বল্পতা এবং অপুষ্টি রোধে করনীয় স্বাস্থ্য শিক্ষা প্রচার অভিযান উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতাল মিলনায়তনে সুকের কো-অর্ঢিনেটর আলফাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। বক্তব্য রাখেন সিনিয়র স্বাস্থ্র শিক্ষা কর্মকর্তা কাজী রওশন নাহার, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা এস এম শফিউল ইসলাম প্রমুখ।