মেহেরাব হোসেন অপি: মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামে যৌতুকের টাকা না পেয়ে মুখে বিষ ঢেলে ফাতেমা নামের এক গৃহবধুকে হত্যার অভিযোগ করেছেন তার পিতা। ফাতেমা মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর উত্তরপাড়ার আসাদুলের মেয়ে।
ফাতেমার পিতা আসাদুল মেহেরপুর নিউজের প্রতিনিধির কাছে অভিযোগ করে বলেন, যৌতুকের টাকা না পেয়ে শ্বশুর বাড়ির লোকজন তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাত তিনটার সময় ফাতেমাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে শ্বশুর বাড়ির লোকজন। আজ রবিবার সকাল ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা মারা যায়। দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। এঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে যা মেহেরপুর নিউজ প্রতিনিধি মেহেরাব হোসেন অপি নিশ্চিত করেছেন।
ফাতেমার বাবা আসাদুল মেহেরপুর নিউজকে জানান, ১০ বছর আগে মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের মৃত আইনার এর ছোট ছেলে বকুলের সাথে তার মেয়ের বিবাহ হয়। বিবাহের তিন বছর পর একটি কন্যা সন্তান জন্ম নেয় তাদের ঘরে। বিবাহের কিছুদিন পর থেকেই ফাতেমার শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের কারণে তাকে নানাভাবে নির্যাতন করে আসছিল।
ফাতেমার বাবা বলেন, বিবাহের দুই তিন মাস পর জামাইকে চাহিদা মোতাবেক তিন লাখ টাকা যৌতুক দিয়েছি। এরপর আমি বিদেশে চলে যাই। তারপর থেকে আমার মেয়ের উপর বিভিন্ন ভাবে তার শ্বশুর বাড়ির লোকজন অত্যাচার করে এবং টাকা দাবি করে।
তিনি বলেন, গত এক সপ্তাহ ধরে টাকার দাবিতে আমার মেয়ের উপর তারা অত্যাচার করে আসছিল। টাকা না দিতে চাইলে গতরাতে তারা আমার মেয়েকে মারধর করে তার মুখে বিষ ঢেলে দেয়। পরে অবস্থা বেগতিক দেখে তারা আমার মেয়েকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে আমাদের কাছে ফোন দেয়। সংবাদ পেয়ে আমরা হাসপাতালে যাই এবং আমার মেযের মুখ থেকে নির্যাতনের কথা শুনি ।
ফাতেমার খালাতো ভাই কালাম হোসেন বলেন, তারা আমার বোনকে দীর্ঘদিন ধরে অত্যাচার করে আসছে। এর আগেও একবার গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল।