অন্যান্য

মেহেরপুরে যুব কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ

By মেহেরপুর নিউজ

March 16, 2015

মেহেরপুর নিউজ,১৬ মার্চ: মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোহেযুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের যুব কল্যাণ তহবিল থেকে ২০১৩-১৪ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ করা হয়।

সোমবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার ৮টি সংগঠনের মধ্যে ১ লক্ষ ৬৫ হাজার টাকার চেক বিতরণ করেন।জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাজেদুর রহমান মালিকের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকি। বক্তব্য রাখেন যুব উন্নয়নের সহকারী পরিচালক ফিরোজ আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম শফিউল আযম প্রমুখ।