বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে যানবাহনের এলইডি লাইট ব্যবহারকারীদের বিরুদ্ধে সচেতনামূলক অভিযান

By Meherpur News

April 24, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা প্রশাসন, জেলা ট্রাফিক বিভাগ, বিআরটিএ এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথ উদ্যোগে বিভিন্ন ধরনের যানবাহনের ঝুঁকিপূর্ণ এলইডি লাইট ব্যবহারকারীদের বিরুদ্ধে সচেতনামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে মেহেরপুর পাবলিক লাইব্রেরির মোড় এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেনের নেতৃত্বে রাতে বিভিন্ন ধরনের যানবাহনের ঝুঁকিপূর্ণ এলইডি লাইট ব্যবহারকারীদের সতর্ক করা হয়। এবং ঝুঁকিপূর্ণ এলইডি লাইট খুলে নেওয়া হয়।