বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদের কমিটি  গঠিত

By মেহেরপুর নিউজ

April 29, 2023

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরে যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদের কমিটি  গঠিত হয়েছে। শনিবার মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা শেষে আব্দুর রাজ্জাককে সভাপতি, মহিদুল ইসলাম মহিতকে সাধারণ সম্পাদক করে করে ২৭ সদস্য বিশিষ্ট মেহেরপুর জেলা যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদ গঠন করা হয়।

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় মেহেরপুর জেলার ১২টি যাত্রা দলের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় মোহাম্মদ সাইদুর রহমান, বি এম জাহিদুল হাসান রাজীব ও আমিরুল ইসলাম অলডামকে উপদেষ্টা করা হয়। কমিটি গঠন শেষে যাত্রাশিল্পকে আরো বেগবান করার লক্ষ্যে বক্তব্য রাখেন মো: মনিরুজ্জামান টিটু, শরিফউদ্দীন খান ঠান্ডু,আব্দুর রাজ্জাক, মহিদুল ইসলাম মহিত, শাশ্বত নিপ্পন, সাইদুর রহমান প্রমুখ।