মেহেরপুর নিউজঃ
রৌদ্রকরোজ্জ্বল বৈশাখী দিন ফিরে এল আবার। সুরে-বাণীতে, সাজসজ্জায়, আহারে-বিহারে, আনন্দ-উল্লাসে সোমবার বাংলার নতুন বছর ১৪৩২ বরণ করে নেই ধর্ম-বর্ণনির্বিশেষে দেশের সব মানুষ। পুরোনো ব্যর্থতা ঝেড়ে ফেলে সবার কল্যাণ কামনায় উদ্যাপিত হচ্ছে নববর্ষের উৎসব। নববর্ষকে আবাহন জানিয়ে বহুকণ্ঠে ধ্বনিত হয় ‘এসো হে বৈশাখ এসো এসো…।’
সোমবার বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ। দিনের শুরুতে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর পাবলিক লাইব্রেরির মোড়ে জাতীয় সংগীতের মধ্য দিয়ে বাংলা নববর্ষের সূচনা করা হয়।
জাতীয় সংগীতের পর পরই সমোস্বরে ধ্বনিত হয় ‘এসো হে বৈশাখ এসো এসো…। পরে শুরু করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।
জেলা প্রশাসক সিফাত মেহনাজের নেতৃত্বে বাংলা নববর্ষের বিভিন্ন স্লোগান সম্মিলিত ব্যানার সহকারে শোভাযাত্রাটি মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা বাংলার হারিয়ে যেতে বসা কৃষক, বাউল, বৈষ্টম, জেলে তাঁতিসহ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রা শোভা বর্ধন করেন। এর আগে শোভাযাত্রার অগ্রভাগে জেলা প্রশাসনের কোলু সম্প্রদায়ের বেশ কিছু সদস্যদের নিয়ে শোভাযাত্রা শুরু করেন।
শোভাযাত্রায় অন্যদের মধ্যে সিভিল সার্জন ডা.এ কে এম আবু সাঈদ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান, সাজেদুল ইসলাম, আবীর হোসেন, তানজিনা শারমিন দৃষ্টি, এস্তামুল হক, শাকির আহম্মেদসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে বাংলা নববর্ষ কে স্বাগত জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা এতে সংগীত ও নিত্য পরিবেশন করেন। এর আগে সেখানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল আমিন, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব) আব্দুল মালেক প্রমূখ।