মেহেরপুর নিউজ, ১২ সেপ্টেম্বর: বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) মেহেরপুর জেলা শাখার উদ্যোগে বুধবার সকালে মেহেরপুর জেলা শিল্প ও বনিক সমিতি মিলনায়তনে যক্ষা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে জেলা পর্যায়ে মত বিনিময় সভার আয়োজন করা হয়। জেলা শিল্প ও বনিক সমিতির সহ-সভাপতি আশকার আলীর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক উপ-পরিচালক ডা.এম.এ বাশার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, মূল আলোচক ছিলেন জেলা যক্ষব্যাধী ক্লিনিকের মেডিক্যাল অফিসার ডা. ফয়সাল আহম্মেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা নাটারের সম্পাদক মিজানুর রহমান, নাটার প্রতিনিদ্বী জাহাঙ্গীর আলম, অকসর প্রাপ্ত সরকারি কর্মচারী হায়দার আলী খান প্রমুখ। জেলা পর্যায়ের মত বিনিময় সভায় মেহেরপুর জেলা শিল্প ও বনিক সমিতির সদস্য এবং অবশর প্রাপ্ত সরকারী কর্মচারীরা অংশ গ্রহন করেন। সভায় যক্ষার রোগ প্রতিরোধ ও সচেতনার উপর গুরুত্ব আরোপ করে আলোচকবৃন্দ তাদের বক্তব্য তুলে ধরেণ।