মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ আগষ্ট:
জাতীয় যক্ষা নিরোধ সমিতি ( নাটাব) মেহেরপুর জেলা শাখার উদ্যোগে যক্ষা নিরোধ কল্পে শিক্ষক সমাজের ভুমিকা শির্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ মিলনায়তনে নাটাবের জেলা সভাপতি মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. এম এ বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, অধ্যক্ষ আখতারুজ্জামান, ব্রাক প্রতিনিধি দুলাল কুমার বিশ্বাস। বক্তব্য রাখেন নাটাবের ফিল্ড অফিসার বিধার কুমার দত্ত, সাধারন সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।