আইন-আদালত

মেহেরপুরে মোবাইল কোর্টে ২ ব্যবসায়ীর জরিমানা

By মেহেরপুর নিউজ

October 19, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোট বসিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ভাউচার না দেওয়ার অপরাধে দুই ব্যবসায় নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার সকালের দিকে মেহেরপুর বড় বাজার এলাকায় এ মোবাইল কোট বসানো হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোটে বড় বাজার এলাকায় মুরগী ব্যবসায়ী হুজাইফা তার দোকানে মূল্য তালিকা সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

একই দিনে ঐ এলাকার কাঁচা মালের আড়তে অভিযান চালিয়ে ভাউচার না দেওয়ায় বিপ্লব হোসেন নামের আড়ত ব্যবসায়ীর নিকট থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।মোবাইল কোট চলাকালে অন্যদের মধ্যে জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, সদর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।