মেহেরপুর নিউজ:
মেহেরপুরে মোবাইল কোর্ট এর মাধ্যমে গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় ৬ টি মামলা ও জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার বিকালের দিকে মেহেরপুর শহরের পাসপোর্ট অফিসের সামনে এ মোবাইল কোর্ট বসানো হয়।
মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, মোটর সাইকেলের বৈধ কাগজপত্র না থাকা এবং হেলমেট না থাকায় মোট ৬ টি মামলা দায়ের করা হয়। এবং সড়ক পরিবহ আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় তাদের নিকট থেকে ৪ হাজার টাকা জরিমানা দিয়ে করা হয়। মোবাইল কোর্ট চলাকালে অন্যদের মধ্যে সহকারী কমিশনার শাকির আহম্মেদ সেখানে উপস্থিত ছিলেন।