বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মোটরসাইকেল কিনে মোবাইল পেলেন অ্যাডঃ আমান

By Meherpur News

April 14, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সরদার মোটরস থেকে মোটরসাইকেল কিনে বার্ষিক লটারিতে মোবাইল পেলো মেহেরপুরের তরুন আইনজীবী অ্যাডভোকেট এস এম আমানুল্লাহ আল আমান।

সোমবার দুপুরের দিকে সরদার মোটরস শোরুমে মোবাইল ফোনটি তুলে দেওয়া হয়। এরিয়া ইনচার্জ, ফিল্ড সেলস, সেলস- সাউথ এর খন্দকার মোস্তাফা শওকত ইমরান অ্যাডভোকেট এসএম আমানুল্লাহ আল আমান এর হাতে মোবাইল ফোন তুলে দেন।

অ্যাডভোকেট এস এম আমানুল্লাহ আল আমান ২০২৪ সালের ১১ মে মেহেরপুর সরদার মোটরস থেকে একটি মোটরসাইকেল ক্রয় করেন। পরে প্রতিবছরের ন্যায় ক্রেতাদের নিয়ে লটারি আয়োজন করা হয়। লটারিতে এসএম আমানুল্লাহ আল আমান স্যামসাং এ ০৫ মোবাইল পান।