মেহেরপুর নিউজ,০১ মে:
“শ্রমিক মালিক ঐক্য গড়ি উন্নয়নের শপথ করি” এই প্রতিপাদ্যে মহান মে দিবস উপলক্ষে মেহেরপুরে র্যালি করেছে জেলা প্রশাসন।
আজ সকাল ১০ টার দিকে জেলা প্রশাসন কার্যালয় চত্তর থেকে র্যালিটি বের করা হয়। নেতৃত্ব দেন জেলা প্রশাসক আতাউল গনি। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ ডঃ সামসুজ্জোহা পার্কে এসে শেষ হয়। এ সময় মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা র্যালিতে অংশগ্রহণ করে।
এছাড়াও সকাল ৮ টার দিকে জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। র্যালিতে বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করে।