মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ অক্টোবর: মেহেরপুরের মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে মেহের সাগর কলার চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বন্দর গ্রামের মাঠে অনুষ্ঠিত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শষ্য উৎপাদন বিশেষজ্ঞ শেখ আমিনুল হক। সভাপতিত্ব করেন কৃষক কাজী আলী হোসেন। বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার এম,এ হালিম, কৃষক শাহিনুর রহমান। বক্তারা বলেন, এবার মেহেরপুর জেলায় ১৬৫০ হেক্টর জমিতে মেহের সাগর জাতের কলার আবাদ হয়েছে। চাষীরা এই জাতের কলা আবাদ করে লাভবান হচ্ছে। আগামীতে এই জাতের কলার চাষ বাড়বে বলে মনে করছে কৃষি বিভাগ।