মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৬ আগস্ট :
প্রকৃতিযে কতো অপরুপ সাজে সাজতে পারে ছবিটি না দেখলে বুঝা যাবেনা । ছবিটি দেখে মনে হতে পারে কোন শিল্পী তুলির আঁচড়ে এঁকেছে কোন পশু পাখির ছবি । আসলে কিন্তু তা নয় । এটি মেঘের ছবি । মেহেরপুরের পশ্চিমাকাশে মেঘের এই অপরুপ ছবি দেখে মনে হচ্ছিল মেঘের কোলে কোন পশু পাখি বসে রয়েছে । ছবিটি ক্যামেরাবন্দী করেছেন মেহেরপুরের সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান