মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ জানুয়ারি: মৃত্তিকা গ্রুপ থিয়েটারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুর শহরে এক র্যালী বের করা হয়। মঙ্গলবার সকাল ১১ টার দিকে মেহেরপুর পৌর কাউন্সিলর আল মামুনের নেতৃত্বে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে শুরু করে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালীতে মৃত্তিকার সভাপতি মানিক হোসেন,সম্পাদক আশহাদুর রহমান অনুসহ সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করে।
এছাড়া, সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বিকালে শহীদ সামসুজ্জোহা পার্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।