মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮অক্টোবর: মেহেরপুর শহরের একটি বাড়িতে একটি মুরগীর ডিমের গায়ে আলাহু লেখা পাওয়া গেছে। জানা গেছে,বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর শহরের কলেজপাড়ার মুনছুর আলীর স্ত্রী উম্মে তাহেরা সুলতানা বাজার থেকে কিনে আনা একটি ডিম ভাজতে গিয়ে ডিমের গায়ে মোটা হরফে আবরি লেখা দেখে চমকে উঠে। পরে ডিমটি স্থানীয় ইমামদের দেখালে হরফটি আবরিতে লেখা আলাহু বলে তারা জানান। এদিকে ডিমের গায়ে আলাহু লেখা আছে বিষয়টি জানাজানি হলে ডিমটি এক নজর দেখার জন্য ভিড় লেগে যায়।